শীত আসছে: কুয়াশা আর রোদমাখা সেইদিনগুলো ফিরবে কি আর!




ধানেরশীষে ঝুলতে থাকা শিশিরবিন্দু, সকালের ভেজা দূর্বাঘাস, শরীরে শিহরণ জাগিয়ে কানের পাশ দিয়ে চলে যাওয়া হেমন্তের হিম বাতাস আর দূরের হালকা হালকা কুয়াশা জানান দিচ্ছে শীত এই এলো বলে। গত কয়েকবছর সিডিউলে বিরাট এক ঝক্কিঝামেলার পর এবার মনে হচ্ছে ঠিক সময় মতই তার আগমন ঘটছে। রোদের তীব্রতা নেই, মেঘের গর্জন নেই! এই দুইয়ের মাঝে যেন শান্তিচুক্তি নিয়ে শীত আসে চুপি চুপি, সেই হিমালয় থেকে। শহরের মানুষ যে আগমনের টেরও পায়না। ইটপাথর আর অট্টালিকার শহরে শীত আসে নিয়মরক্ষার্থে, কাথামুড়ির উপলক্ষ হয়ে। যেখানে গ্রামে শীত উপভোগ আর উৎসবের।

শীতের প্রকৃতির ছবি, বাংলাদেশের শীতকাল
শীতের সকালে রহস্যময় রেলপথ

শীতের প্রকৃতির ছবি, বাংলাদেশের শীতকাল
শীতের প্রকৃতি

শিশিরভেজা গ্রামীণ মেটো পথে খালি পায়ে আবার কখনো শুকনো পাতা মাড়িয়ে মরমর শব্দতে এগিয়ে চলায় এক ধরনের রোমান্টিকতা কাজ করে, শহরের পীচঢালা পথে যার ছিটেফোঁটাও থাকেনা। হাজারো শব্দের কিচিরমিচির ধ্বনিতে রঙবেরঙয়ের পাখিগুলো পাতাঝরা গ্রামের পরিবেশকে মাতিয়ে তুলে, অভ্যর্থনা জানাতে আসে অতিথি পাখিরাও! যেখানে শহরে একটি দাঁড়কাকেরও দেখা মেলা মুশকিল। সূর্যাস্ত এবং সূর্যদোয়ের সময় ঘাসের সাথে রোদের খেলা, সন্ধ্যা হতেই ছাতিম ফুলের মাতাল গন্ধ পাগল করে তুলবে যে কাউকেই। পূর্ণিমারাতে কুয়াশায় ঢাকা পড়া গ্রামটাকে যেন এক রহস্যপুরী মনে হয়, শহরের সোডিয়াম লাইটের আলোতে যে অনুভূতি কোনোদিনই পাবেননা।

শীতের প্রকৃতির ছবি, বাংলাদেশের শীতকাল
সকালের সূর্য আর রোদের খেলা

শীতের প্রকৃতির ছবি, বাংলাদেশের শীতকাল
বিকালবেলা রোদখেলা

খেজুরের রস, নরম রোদে ভাসা ভাসা হলুদ সরিসার ক্ষেত, গ্রামের উঠানের উনুনের পাশে বসে ভাপা পিঠা খাওয়া, রোদ পোহানো এগুলোর কথা তুলে আপনাদের আর নস্টালজিক করে তুলতে চাইনা। শুধু বলতে চাই সম্ভব হলে এই শীতে দেখে আসবেন আপনার ফেলে আসা শৈশবটা। জীবন! সে অার কয়দিনের?



আরও কিছু ছবিঃ
শীতের প্রকৃতির ছবি, বাংলাদেশের শীতকাল
শীতের খেজুর রস
শীতের প্রকৃতির ছবি, বাংলাদেশের শীতকাল
ভাপা পিঠা
শীতের প্রকৃতির ছবি, বাংলাদেশের শীতকাল
শীতের অতিথি পাখি
শীতের প্রকৃতির ছবি, বাংলাদেশের শীতকাল
পাতাঝরা রাস্তা